ডিএপিএফসিএল এর রূপকল্প (Vision):
২০২৫ সালের মধ্যে কারখানার উৎপাদন ডিজাইন ক্ষমতায় উন্নীত করে ডিএপি সারের উৎপাদনশীলতা বৃদ্ধিকরণ।
অভিলক্ষ্য (Mission) :
সময়মত প্রয়োজনীয় কাচাঁমালের সংস্থান, নিজস্ব উপযোগ সমূহের স্বনির্ভরতা, কারিগরী সক্ষমতা বৃদ্ধি, পেশাগত দক্ষতার উন্নতিসাধন তথা কারখানার উৎপাদনশীলতা বৃদ্ধি করা।
কৌশলগত উদ্দেশ্যসমূহ (Strategic Objectives) :
ডিএপিএফসিএল এর কৌশলগত উদ্দেশ্যসমূহ :
০১। উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় কাচাঁমাল সংগ্রহ করে লক্ষ্যমাত্রা অনুযায়ী ডিএপি সার উৎপাদন এবং বিতরণ নিশ্চিতকরণ
০২। কারখানার প্রয়োজনীয় মেরামত, রক্ষণাবেক্ষণ ও প্রতিস্থাপন কার্যক্রম নিশ্চিতকরণ।
০৩। জনবলের পেশাগত দক্ষতা বৃদ্ধি নিশ্চিতকরণ ।
০৪। স্বাস্থ্য, নিরাপত্তা ও পরিবেশ (HSE) ব্যবস্থাপনার উন্নয়ন।
আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ:
০১। দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিতকরণ।
০২। কর্মসম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি।
০৩। আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন।